Friday, 21 November 2014




সত্যি করে না হলেও, একবার  
ছুয়ে দেখো পরিনত 
উচ্ছৃঙ্খল ইচ্ছেদের উত্সমুল 
কি ভাবে বেড়ে যায় অভিমানের পাল্লা 
ক্রমশ ভালোলাগায় 
সময়ের ক্ষতে প্রলেপ মিশিয়ে 
কি ভাবে অনুভূতিরা গজিয়ে ওঠে 
 অজান্তে , দূরত্বের ব্যবধান তবুও 
মন জোড়া অস্থিরতায় এলোমেলো তুমি 
তুমি তো আসো , নীলচে বাতাস এ ভর করে 
চোখে নেমে আসা এলোচুল বারবার সরাতে সরাতে 
খোপা থেকে খুলে নেওয়া মাঝরাতে , এক বুক শিহরণ 
তুমি তো আসো , খেয়ালী ইচ্ছেডানা মেলে 
একগাল টোল ফেলে , একগুয়ে নদী হয়ে 
অন্তহীন অপেক্ষার নোনা বালিতে 
একমুঠো জোয়ার হয়ে 
নিরবতার গোপন চুপকথা নিঃশ্বাস এ খোঁজে 
মন কেমন করা ভালবাসা 
সত্যি করে না হলেও, একবার  
ভেসে যাও আবেগী ভালবাসায় 
দেখো ,কেমন করে তুমি থেকে
হয়ে যাই আমরা। 


                                            .........স্বপ্ন সোম 



1 comments:

Unknown said...

আমার কবিতা

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.