সত্যি করে না হলেও, একবার
ছুয়ে দেখো পরিনত
উচ্ছৃঙ্খল ইচ্ছেদের উত্সমুল
কি ভাবে বেড়ে যায় অভিমানের পাল্লা
ক্রমশ ভালোলাগায়
সময়ের ক্ষতে প্রলেপ মিশিয়ে
কি ভাবে অনুভূতিরা গজিয়ে ওঠে
অজান্তে , দূরত্বের ব্যবধান তবুও
মন জোড়া অস্থিরতায় এলোমেলো তুমি
তুমি তো আসো , নীলচে বাতাস এ ভর করে
চোখে নেমে আসা এলোচুল বারবার সরাতে সরাতে
খোপা থেকে খুলে নেওয়া মাঝরাতে , এক বুক শিহরণ
তুমি তো আসো , খেয়ালী ইচ্ছেডানা মেলে
একগাল টোল ফেলে , একগুয়ে নদী হয়ে
অন্তহীন অপেক্ষার নোনা বালিতে
একমুঠো জোয়ার হয়ে
নিরবতার গোপন চুপকথা নিঃশ্বাস এ খোঁজে
মন কেমন করা ভালবাসা
সত্যি করে না হলেও, একবার
ভেসে যাও আবেগী ভালবাসায়
দেখো ,কেমন করে তুমি থেকে
হয়ে যাই আমরা।
.........স্বপ্ন সোম
1 comments:
আমার কবিতা
Post a Comment