Friday, 26 September 2014

অনেকদিন পর পাওয়া এরকম শরতের সকাল 
আসছে মিঠে রোদ , আসতে দাও 
চুইয়ে পরুক তোমার আচলে 
মনখারাপ এর অবুঝ বিকেলে 
নির্জন হউক অন্ধকার , আরো একটু 
ছুয়ে যাবো এলোমেলো আঙ্গুল 
চোখের স্তবধতায় খুঁজে নেওয়া না বলা কথা 
এলো চুল পড়তে দাও তোমার খেয়ালী ঠোটে 
বহুদিন পর যেন এসেছে এরকম সন্ধে 
অবুঝ আদরের অভিমানে 
আসতে দাও, গাছের শিকড়  বেয়ে পৌছে যাবো 
অতল গভীরে , আরো গভীরে 
খুঁজে নিতে দাও শিশিরভেজা ফুল, সুবাস ছড়ানো সকাল 
ভালোবাসার কলরবে নিজেকে মেলে ধরো তুমি 
চলে এসো , চলে এসো , পেতে দেবো বুক 
স্বপ্ন সাজাবো আর শিউলি ফোটাবো।


                                                                               ...........স্বপ্ন সোম   

1 comments:

Unknown said...

আমার কবিতা

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.