Wednesday, 26 November 2014

প্রথম ছোয়া 


হঠাত করে যখন আমায় ছুলে 
বয়ে গেলো চোরা স্রোত শিরদাড়া বেয়ে 
কেপে উঠলো শরীর, আলগা পাতার মত 
হাওয়াহীন আকাশ জুড়ে  শিহরণের ফানুস 
এ কেমন স্পর্শ ?
এর জন্য কি ছিলাম তবে অপেক্ষায় 
বুকের ভিতর নাম না জানা গোলাপী  কষ্ট 
দমবন্ধ একরাশ ইচ্ছে -বাধনহারা 
এলো চুলের একগুয়ে অবাধ্যতায় 
ঝিম ধরা দুপুরে, সন্ধে নামে তোমার 
শরীরের আনাচে কানাচে 
নীলচে শিরায় মিষ্টি লাল সবুজ ভালবাসা 
এ ভাবে ছুয়ে দিলে আর একটিবার 
হারাবো না কক্ষনো আমি আর।  

1 comments:

Unknown said...

আমার কবিতা

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.