অদ্ভূত বিস্ময়ে চেয়ে থাকি তোমার তুমিতে
মন্ত্র মুগ্ধ বালকের মত
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো তুমি
সকালের এলার্ম , ব্যাস্ততার ফাঁকে , অবুঝ ইচ্ছেতে
ঘরে ফেরার টানে
তোমায় আমার করে আগলে রাখা
পেয়ে হারানোর ভয়
একাকিত্বে আমার আমিতে
সব জুড়েই তো শুধু তুমি
আমার না বলা মনমরা কথা
আমার একলা থাকার সুখ
আবেগী মায়া , স্বপ্নহীন ঘুম
আমার গোপন ইচ্ছে , শূন্য আকাশ
প্রিয় মুখের এক চিলতে হাসি
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো তুমি
যদি তুমি জানতে আমার বিষন্নতার মানে
বিষন্নতা জুড়ে আরো কাছে পাই তোমায়
হলদে , সবুজে বা নীলে যেমন খুব মানায় তোমায়
একাকিত্বে খুঁজে পাওয়া সেই নীলে
এক পৃথিবী তুমিময় চিত্রপটে
অনাবৃত দেহের বিস্ময়ে
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো শুধু তুমি
...........স্বপ্ন সোম
মন্ত্র মুগ্ধ বালকের মত
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো তুমি
সকালের এলার্ম , ব্যাস্ততার ফাঁকে , অবুঝ ইচ্ছেতে
ঘরে ফেরার টানে
তোমায় আমার করে আগলে রাখা
পেয়ে হারানোর ভয়
একাকিত্বে আমার আমিতে
সব জুড়েই তো শুধু তুমি
আমার না বলা মনমরা কথা
আমার একলা থাকার সুখ
আবেগী মায়া , স্বপ্নহীন ঘুম
আমার গোপন ইচ্ছে , শূন্য আকাশ
প্রিয় মুখের এক চিলতে হাসি
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো তুমি
যদি তুমি জানতে আমার বিষন্নতার মানে
বিষন্নতা জুড়ে আরো কাছে পাই তোমায়
হলদে , সবুজে বা নীলে যেমন খুব মানায় তোমায়
একাকিত্বে খুঁজে পাওয়া সেই নীলে
এক পৃথিবী তুমিময় চিত্রপটে
অনাবৃত দেহের বিস্ময়ে
আমার যা কিছু না পাওয়া , তার সব জুড়েই তো শুধু তুমি
...........স্বপ্ন সোম
1 comments:
আমার কবিতা
Post a Comment