Sunday 31 August 2014

প্রথম অদ্বিতিয়া, চলে এসো
কঠিন এই অসময়ে
নোনা হাওয়ায় ভাসিয়ে দাও তপ্ত জল
রুমালের আড়ালে সব পেয়েছির ব্যথা
অশরীরি মায়ায় ফিরে পাওয়া শারীরিক সম্ভোগ
মাঝরাত কাটে বিনিদ্র
অপরিচিতা, তোমার আগুন ছোয়ায়
এলোমেলো হৃদ স্পন্দন
নরম ঠোটের ইশারায় খুঁজে নেওয়া অন্য জীবন
ডুবে যাওয়া শেষ ট্রেন এর হুইসেলে
রাত্রি নামে এলো চুলে
ফুল ফোটার আগেই সুগন্ধি সন্ধ্যার মরশুমে
অচেনা তুমি
অপরিচিতা চলে এসো একমুঠো রাত্রি নিয়ে
এলো চুল , হিমেল হাওয়ায়
যেখানে ঠোটের মন আলগা ভাষা।

আ ন ম না ক বি

2 comments:

Anowar Hossain said...

বালিকা পুতুল
বালিকা পুতুল!তুমি কি যে চতুর?
মায়া ভরা আঁখি নিলা ভরা পাপড়ি
ঘুমাওনি বুঝি এখনও, সে তো আমি জানি
বাহিরে দেখ মেঘলা মেঘলা আকাশ
গুড়িগুড়ি বৃষ্টি, মন কাড়া তোমার সোপান
ব্যাকুনিটা তোমার জন্য এখনও অপেক্ষামান।

ভাবছটা কি শুনি? যতটুকু জানি!
হাবু ডুবু খাচ্ছ বুঝি-চিন্তার রাজ্যে এখনও তুমি!
হা হা হা ভাব, কিছু কথা বল!
পাও না বুঝি কোন কুল কিনারা
পাবে না! পাবে না! সেও আমি জানি।

বালিকা! বালিকা পুতুল! সেও তো তুমি
আমার একটা কথা শোন, রাগ করো না
তুমি তো এখন আর খুব ছোট নয়
হা হা হা লজ্জা পেয়েছ বুঝি?
লাজ লজ্জা শরম সব সব ছাড়
তোমাকে বলি শোন-মন দিয়ে শোন
চোখের পাপড়ি খোল মনের দরজা আলগা করো।

বালিকা পুতুল! বালিকা পুতুল!
মনটা খারাপ করে দিলাম বুঝি
ভালো লাগে নাই সেও আমি জানি
চিন্তা ভাবনা থামাও!একটু তাকাও।
খোলা খোলা দ্বার জানালাটা একটু সামলাও
পর্দাটা করে রেখেছ কেন আড়াল?
হা হা হা! হা হা হা! তুমি এখন কি করো
বলা যাবে না বুঝি? সেটাও কি বুঝি তুমি তুমি?

Unknown said...

আমার কবিতা

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.