ব্যাস্ততার মাঝেই দিব্বি ছিলো আমাদের বন্ধুত্ব
একটু অন্যরকম
দাম্পত্য জীবনের বাইরেও--
তোমার চল্লিশ ,আমার তিরিশ
ঠিক ভালোবাসা নয়
একটু অন্যরকম ভাবে কাছে পাওয়া
সেদিন ,যখন হটাথ কাঁদলে
বুকে মাথা রেখে
প্রত্যয়ী চোখে দেখেছিলাম আলাদা উষ্ণতা
বিশ্বাস এর মুষ্টিবদ্ধ ওর হাতদুটো সরাতেই দেখলাম
জামাটা ভাজ হয়ে গেছে
অনেকবার চেষ্টা করেছি মসৃন করার
আজও হয় নি।
আ ন ম না ক বি
1 comments:
আমার কবিতা
Post a Comment