Tuesday, 26 August 2014



ব্যাস্ততার মাঝে একটু ভালোবাসা

দুষ্টুমি আলগোছে ,

অচেনা ফাগুন দিচ্ছে উকি আবডালে

তোমায় পাব বলে, পড়ন্ত বিকেলে

আদর এর ঘরে খুশির জোয়ার

অন্তহীন অপেক্ষা গোধূলির আলোডানা রোদ এ

ফিরবে হলুদপাখি কখন কে জানে!

ভালবাসার ছোট্ট নীড়ে।




আ ন ম না ক বি

0 comments:

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.