একরোখা প্রেম বদ্ধ ঘরে
আচ্ছন্ন ভালবাসায় কেমন যেন আছি
একদম ভালো নেই নেই
চৌকাঠ পেরিয়ে তোমার তোমার সাথে একলা হয়ে
ছবি আকবো বৃষ্টির -নিরবে
জ্যোত্স্না মাখা শাড়ির আচলে, জড়িয়ে ধরবো আবার
ছুয়ে দেখো তোমার ভালবাসা , নতুন করে
অন্ধকারে একা একা ---
ঝরে পড়া কৃষ্ণচুড়ার অভিমানে
আবার আগুন লাগবে
শেষ ফাগুনের আলোতে
অগোছালো ইচ্ছেদের আনাগোনা
আমার করে ভাবি আজও তোমায়
ঘুরে দাড়াবো আবার
এতদিন পর
আ ন ম না ক বি
আচ্ছন্ন ভালবাসায় কেমন যেন আছি
একদম ভালো নেই নেই
চৌকাঠ পেরিয়ে তোমার তোমার সাথে একলা হয়ে
ছবি আকবো বৃষ্টির -নিরবে
জ্যোত্স্না মাখা শাড়ির আচলে, জড়িয়ে ধরবো আবার
ছুয়ে দেখো তোমার ভালবাসা , নতুন করে
অন্ধকারে একা একা ---
ঝরে পড়া কৃষ্ণচুড়ার অভিমানে
আবার আগুন লাগবে
শেষ ফাগুনের আলোতে
অগোছালো ইচ্ছেদের আনাগোনা
আমার করে ভাবি আজও তোমায়
ঘুরে দাড়াবো আবার
এতদিন পর
আ ন ম না ক বি
1 comments:
আমার কবিতা
Post a Comment