Friday, 28 May 2021

 প্রতি পূর্নিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই

গৃহত্যাগী হবার মত জ্যোৎস্না কি উঠেছে ?
বালিকা ভুলানো জ্যোৎস্না নয়।
যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে-
ও মাগো, কি সুন্দর চাঁদ !
নবদম্পতির জ্যোৎস্নাও নয়।
যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন-
দেখ দেখ নীতু চাঁদটা তোমার মুখের মতই সুন্দর !
কাজলা দিদির স্যাঁতস্যাতে জ্যোৎস্না নয়।
যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ন ডাস্টবিন উল্টে দেয় আকাশে।
কবির জ্যোৎস্না নয়। যে জ্যোৎস্না দেখে কবি বলবেন-
কি আশ্চর্য রূপার থালার মত চাঁদ !
আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি।
যে জ্যোৎস্না দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে-
ঘরের ভেতরে ঢুকে পরবে বিস্তৃত প্রান্তর।
প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব-
পূর্নিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে।
চারদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে- আয় আয় আয়।

– হুমায়ূন আহমেদ

3 comments:

YouFestive said...

খুব ভালো পোস্ট!!! কবি জয় গোস্বামীর টাক ডুমা ডুম কবিতা জন্য ক্লিক করুন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ....

Mahmud Hasan said...

পুরোটা পরলাম। ভালো লাগলো। আশা করি নতুন নতুন পোস্ট করবেন। ভ্রমণ ও প্রযুক্তি সম্পর্কিত ব্লগ খুঁজে থাকলে আমার ব্লগ tripretreatBD তে ঘুরে আসতে পারেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। নতুন নতুন পোস্ট নিয়ে আমিও আপনাদের সাথে থাকবো

Swadesh News Shyam said...

मध्य प्रदेश News

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.