Friday, 28 May 2021



হলুদপাখি 

উড়তে চাওয়ার একলা ইচ্ছে
ডানা মেলে স্বপ্ন দেখা
মেঘ রঙা মনের আকাশে রাতভর
তখন- তোর অবাধ বিচরণ
লজ্জাবতী লতার মতো ছুঁতে যাওয়ার আগেই
গুটিয়ে যেতিস কেমন,
 কেমন যেন একটা দ্বিধা বোধ
নিষিদ্ধ বেড়াজাল 
নগ্নতার মধ্যেও  লুকোনো থাকে ভালোবাসা
বুঝতে চাইতিস না তুই;
জানিস, আমিও ছিলাম বড়ো অবুঝ
একগুঁয়ে দস্যুর মতন
রক্তের জ্বালা, উদগ্র বাসনায়  
 বেঁধে রাখতে চেয়েছিলাম নামহীন সম্পর্কে
আশ্বিনের ঢল বয়সের হিসাবে|


©

Som Shuvra


0 comments:

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.