অভিমান
কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো
দূরে যেতে আমি তারো চেয়ে বেশী পারি।
ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে
তারো চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসা হীনতাও।
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে
নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি।
অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি,
আমার কে আছে একা আমি ছাড়া আর ?
4 comments:
আমার কবিতা
taslima nasreen এর কবিতাগুলো অসাধারন। আপনাকে ধন্যবাদ এভাবে উনার কবিতাগুলো পড়ার সুযোগ করে দেবার জন্য
nice bangla Status
Post a Comment