Tuesday 2 June 2015

সমুদ্র
তসলিমা নাসরিন
কত কিছু দেখেছে জীবনে মা,
কত কলহ কোন্দল,
কত ঘৃণা,
কত স্বার্থপরতা প্রতিদিন।
কত কিছু মা’কে দেখতে হয়েছে,
কত গালাগালি, কত থুতু, কত লাথি ঝাঁটা!
সমুদ্রই দেখা হয়নি মা’র, কোনও একটা যেন তেন সমুদ্র।
কত কিছু শুনতে হয়েছে মা’কে,
কত মন্দ কথা!
কত কষ্ট পাওয়া, কত দুঃখ পাওয়া!
কত লজ্জায় মরে যাওয়া!
সমুদ্রের একটুখানি শব্দই শোনা হয়নি মা’র,

মা যদি একবার সমুদ্র দেখতে পেত!
একবার যদি মা সমুদ্র দেখতে পেত!
সমুদ্র যদি একবার প্রাণ ভরে দেখতে পেত মা!

বড় কিছুর  কাছে এলে বেদনাগুলো শুনেছি
একটু একটু উড়ে যেতে থাকে, ভেসে যেতে থাকে
হাওয়ায় বা স্রোতে বা চোখের জলে।
মা বেঁচেছিল অনেকগুলো বছর,
অনেকগুলো বছর মা বেঁচেছিল,
সমুদ্র কাছেই ছিল।

1 comments:

Unknown said...

আমার কবিতা

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.