Sunday, 31 August 2014

প্রথম অদ্বিতিয়া, চলে এসো
কঠিন এই অসময়ে
নোনা হাওয়ায় ভাসিয়ে দাও তপ্ত জল
রুমালের আড়ালে সব পেয়েছির ব্যথা
অশরীরি মায়ায় ফিরে পাওয়া শারীরিক সম্ভোগ
মাঝরাত কাটে বিনিদ্র
অপরিচিতা, তোমার আগুন ছোয়ায়
এলোমেলো হৃদ স্পন্দন
নরম ঠোটের ইশারায় খুঁজে নেওয়া অন্য জীবন
ডুবে যাওয়া শেষ ট্রেন এর হুইসেলে
রাত্রি নামে এলো চুলে
ফুল ফোটার আগেই সুগন্ধি সন্ধ্যার মরশুমে
অচেনা তুমি
অপরিচিতা চলে এসো একমুঠো রাত্রি নিয়ে
এলো চুল , হিমেল হাওয়ায়
যেখানে ঠোটের মন আলগা ভাষা।

আ ন ম না ক বি

Friday, 29 August 2014

একবার তুমি 
শক্তি চট্টোপাধ্যায়

একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর –
দেখবে, নদীর ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে
পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল
একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর |

বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল - ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে
যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা-চুমকি-জরি-মাখা প্রতিমা
বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি |

বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই - পাথরের ফাঁক-ফোকরে রেখে এলেই কাজ হাসিল -
অনেক সময় তো ঘর গড়তেও মন চায় |

মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে
আমাদের সবই দরকার | আমরা ঘরবাড়ি গড়বো - সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো |

রূপোলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে
একবার তুমি ভালবাসতে চেষ্টা করো |
একটু আড়াল 
ভালোলাগার উত্তাপ 
বাক্সবন্দী শীতঘুম 
মন কেমনের স্টেশন 
গোপন ইচ্ছে 
অজানা নিরুদ্দেশ 
রংধনু  গোলাপ 
ফিরতি  অবকাশ 
পিছুটান 
মুঠোভর্তি সুখি  সময় 
মন কেমন করা ভালবাসা 
                                 রেখেছি শুধু 
                                                   তোমার জন্য। 

আ ন ম না ক বি

Wednesday, 27 August 2014



ব্যাস্ততার মাঝেই দিব্বি ছিলো আমাদের বন্ধুত্ব 
একটু অন্যরকম 
দাম্পত্য জীবনের বাইরেও-- 
তোমার চল্লিশ ,আমার তিরিশ 
ঠিক ভালোবাসা নয় 
একটু অন্যরকম ভাবে কাছে পাওয়া 
সেদিন ,যখন হটাথ কাঁদলে 
বুকে মাথা রেখে 
প্রত্যয়ী চোখে দেখেছিলাম আলাদা উষ্ণতা 
বিশ্বাস এর মুষ্টিবদ্ধ ওর হাতদুটো সরাতেই দেখলাম 
জামাটা ভাজ হয়ে গেছে 
অনেকবার চেষ্টা করেছি মসৃন করার 
আজও হয় নি। 

আ ন ম না ক বি


আলগা আদরে অবুঝ অভিমান 
ফিরে চল নষ্ট নীড়ে 
এক মুহুর্ত হবে অন্তহীন 
সুখের পাখি কাতরাক যন্ত্রনায় 
শুধু তুই আর আমি 
নীলচে অভিসারে। 

আ ন ম না ক বি

Tuesday, 26 August 2014





ব্যাস্ততার মাঝে একটু ভালোবাসা

দুষ্টুমি আলগোছে ,

অচেনা ফাগুন দিচ্ছে উকি আবডালে

তোমায় পাব বলে, পড়ন্ত বিকেলে

আদর এর ঘরে খুশির জোয়ার

অন্তহীন অপেক্ষা গোধূলির আলোডানা রোদ এ

ফিরবে হলুদপাখি কখন কে জানে!

ভালবাসার ছোট্ট নীড়ে।




আ ন ম না ক বি

Wednesday, 13 August 2014

একরোখা প্রেম বদ্ধ ঘরে 
আচ্ছন্ন ভালবাসায় কেমন যেন আছি 
একদম ভালো নেই নেই 
চৌকাঠ পেরিয়ে তোমার তোমার সাথে একলা হয়ে 
ছবি আকবো বৃষ্টির -নিরবে 
জ্যোত্স্না মাখা শাড়ির আচলে, জড়িয়ে ধরবো আবার 
ছুয়ে  দেখো তোমার ভালবাসা , নতুন করে 
অন্ধকারে একা একা ---
ঝরে পড়া কৃষ্ণচুড়ার অভিমানে 
আবার আগুন লাগবে 
শেষ ফাগুনের আলোতে 
অগোছালো ইচ্ছেদের আনাগোনা 
আমার  করে ভাবি আজও তোমায় 
ঘুরে দাড়াবো আবার 
এতদিন পর 


আ ন ম না ক বি


ফি রে  এসো একটি বার                                
আগুন তাপ                  
                   গনগনে ছাই 
                                   ধূসর বিকেল 
                                                  অজানা মনখারাপ 
                                                                         অনুভূতির মিছিল 
                                   প্রিয়ভাসিনি ,ফিরে এসো 
                                                                        আর একটি বার                                                                 
 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.