কখনো ঝরতে দেখেছো সাজানো স্বপ্ন
একলা রাত্রির আঙিনায় ?
তারাখসা র মত নিমেষে হারাতে দেখেছ
শর্তহীন আবেগ ?
ভালোবেসেছ কখনো এমনি করে
চোখের কোনে তপ্ত জল আর উথালপাথাল অনুভবে ?
দিশাহীন সীমান্তের নরম মনে হাত রেখে দেখেছ কখনো
চাওয়া পাওয়ার গন্ডির বাইরে, ভালোলাগার অনুশাসনে।
সরল বিশ্বাস এ প্রাণ নিয়ে ছুটে বেড়িয়েছ
কালো পাঁজর এর গোলাপী চূড়ায় ?
ভাবছো কেমন খেয়ালী প্রশ্ন !
তাহলে আবার ভালবাসবে কি ভাবে ?
স্বপ্ন দেখাটাও কি নিতান্তই ছেলেমানুষি
হয়তোবা তাই
শোন তবে, এবুকের গভীরে অযুত স্বপ্ন
মৃতপ্রায় ,মলিন , ভীষণ একাকীত্বে ভুগছে তারা
আমি তো অপেক্ষায় ছিলাম, কখন আসবে
বানভাসি জোয়ার , ভাসিয়ে নিয়ে যাবে
গভীর আশ্লেষে চরম প্রাপ্তির চূড়ায়।
...........স্বপ্ন সোম
1 comments:
আমার কবিতা
Post a Comment