ব্যবধান
এক গুচ্ছ অচেনা মুখ , তার মাঝেই খুজতে থাকি
সেই চেনা মুখটাকে
জীবনটা আজ হাওড়া স্টেশন
ব্যস্ততা, কোলাহল --তবুও
হৃদয়টা বড় একলা , অভিমানী
আজ তোকে খুউব কাছে পেতে ইচ্ছে করে
ব্যবধান বাড়লে নাকি ভালোবাসা বাড়ে
আমায় বলেছিলি
তুই কি জানিস ? সত্তিই তাই !
গভীর রাতে দুঃস্বপ্নের ছায়ায়
আতকে ওঠে বোবা অনুভূতি
খোঁজে শুধু তোর্ একটু ছোয়া
ভালোবাসা কি শরীর খোঁজে না খোঁজে
মনের ভাষা
তুই কি জানিস ?
আ ন ম না ক বি
1 comments:
আমার কবিতা
Post a Comment