Sunday, 4 November 2012

জীবন, তোকে নিয়ে
                   Srijato Bandopadhyay


ওজনে কম হলে যৌবন 
আঙ্গুলে বড় হলে আংটি
কোথাও তবু ভারসাম্য
বজায় রেখে চলে শান্তি |

পা দিলে পড়ে যাব নির্ঘাত
 
শ্যাওলা পোষে কত কার্নিশ
প্রেমের দিকটায় যাইনা |
রাতের বাসে লং জার্নি...

যেদিকে ঈশ্বর থাকেনা 

সেদিকে মুখ করে পেচ্ছাপ |
ফ্ল্যাটের ছোট-ছোট জানলায়
আদর, প্রবলেম , কেচ্ছা ....

সময়-অসময় দুই ভাই |
 
দুয়ের  খুরে খুরে পেন্নাম
মরে যাবার পর স্বর্গ
মরে ওঠার আগে ঘেন্না !

জীবন, তোকে নিয়ে সকলেই 

লিখেছি তিন-চার ছত্র
সেসব নিয়ে আজ বই হোক-
"সেলিম  লংরে   পে মত রো"  

2 comments:

Rickta Mukhetjee said...

darun

Rickta Mukhetjee said...

darun

Post a Comment

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.