"কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে
বইয়ের পাতায় কার আঙুল,
এখুনি যাবে অন্য পাতায়।
দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর
ঘুম ভাঙার পর যেন আমার মন
বইয়ের পাতায় কার আঙুল,
এখুনি যাবে অন্য পাতায়।
দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর
ঘুম ভাঙার পর যেন আমার মন
ভালো হয়ে যায়"
নীরার অসুখ হলে যেখানে সমস্ত শহর জুড়ে থাকে সীমাহীন দুঃখ । সেখানে আজ নীরার প্রেমিক চলে গেলেন শহর ছেড়ে , পৃথিবী ছেড়ে।
কেউ কথা রাখে না, কবিও রাখেননি ।
তিনি বলেছিলেন, আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। অথচ আজ তিনি দুঃখ
দিয়ে ফিরে গেলেন না ফেরার ভিড়ে ।
সিগারেট ঠোঁটে চেপে কেউ আর
বলে উঠবেনা ,
" বেঁচে থাকা নেহাৎ মন্দ না "
বিদায় সুনীল গঙ্গোপাধ্যায়। বিদায় নীললোহিত। দিকশূন্যপুরের আমরা সবাই
আজ তোমার বিদায়ে নীল।
কেউ কথা রাখে না, কবিও রাখেননি ।
তিনি বলেছিলেন, আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। অথচ আজ তিনি দুঃখ
দিয়ে ফিরে গেলেন না ফেরার ভিড়ে ।
সিগারেট ঠোঁটে চেপে কেউ আর
বলে উঠবেনা ,
" বেঁচে থাকা নেহাৎ মন্দ না "
বিদায় সুনীল গঙ্গোপাধ্যায়। বিদায় নীললোহিত। দিকশূন্যপুরের আমরা সবাই
আজ তোমার বিদায়ে নীল।
0 comments:
Post a Comment