পরিচিত কিছু মুখ
বাধানো ফ্রেমে এলোমেলো
জীবনের ব্যস্ত স্টেশনে অভিমানী হৃদয়
বিষাদ ছুয়ে একলা বিষন্নতা
অগভীর ইচ্ছের বাধ দিয়ে গুনে যাওয়া ঢেউ
জ্যোৎস্না ভেজা শাড়ির আচল, দুপুরের আনমনা
গান
আর বিকেলের খেয়ালী কৃষ্ণচূড়া
পিছু ডেকো না, অবকাশ নেই একলা ভিড়ে
তেমন করে হারানো চিবুক ছুয়ে
শরীর চাইলে আরও বেশি
নরম বুক ছুয়ে, আরও চাইলে
উষ্ণ বিভাজিকা |
1 comments:
আমার কবিতা
Post a Comment