তুমি আশ্চর্য ভাবে
তাকালে জটিল হয়
জীবনের সম্পর্ক
অলৌকিক স্তব্ধতায়
অনন্তের আলোছায়ায়
খুঁজে ফিরি পথ--
এই বুঝি মুখ ফেরানো
শব্দগুচ্ছ মায়াবী
পাতার মতন
ভুলতে চেয়েছি বারবার
অথচ দেখো কি ভাবে
বদলে যাচ্ছে
জীবনের রঙ!!
---by-----SOMSHUVRA
1 comments:
আমার কবিতা
Post a Comment