Thursday, 29 March 2018

রাজনীতির অন্ধ গলি 
পোড়া বারুদের গন্ধ 
জ্বলছে ঘর, জ্বলছে মানুষ
জ্বলছে মানবিকতা
দাঙ্গা বিধস্ত মহল্লায় 
নিগৃহীত সাংবাদিক 
বাদ যায় নি  ফুটফুটে কোলের শিশু 
পোস্ট মডার্নিজম এর জোয়ারে
চুপ গণতন্ত্র
বিপন্ন লঙ্কেশ গৌরির কলম 
চুপ থাকাটাই শ্রেয় 
নইলে মরতে হবে ডাম্পার  এর তলায় 
গুলিতে ঝাঁজরা হবে প্রতিবাদী অস্তিত্ব 
দুর্নীতি রক্তে নিয়ে বেঁচে থাকতে না চাইলে 
নির্বাসনে যাও
কিনতু চুপ, 
গণতন্ত্র চলছে যে ......

©

Som Shuvra
 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.