হঠাৎ এ ভাবে ...
হয়তো বা হঠাৎ করেই
চোখ পরে যায় নির্লিপ্ত পায়ের
মখমল আবরণে
হয়তো বা হঠাৎ ভালো লেগে যায়
পুষ্ট চোখের নরম চাউনি
অন্তর্বাসের আভাস
হঠাৎ করেই লিখে ফেলা দু একটা পঙতি
জানি সেটা কবিতা নয়
পাঠকের মন চুরি করা দস্যু
গভীর আবেশে চুরি করা অনুভূতি
দস্যু হতে কখনো চায়নি
হতে চেয়েছিলাম জ্যোৎস্না মাখা প্রেমিক
উত্তাপহীন। ..........