তোমায় আমায় মিলে গল্প বানাবো
পাহাড়ী নরম নদী , শক্ত পাথর
সিক্ত ঝরনার
ভালোবেসে দুঃখ পায় নি
কেউ কি আছে এমন ?
আমার সীমিত কল্পনায়
অনেক স্বপ্ন বোনার সাহস তো নেই
যেটুকুই থাক না কেনো , সে তো শুধু তোমার ই
এক্ষুনি বলো না আবার
যুক্তিহীন অনুভূতি , আলগা অস্থিরতা
ধূর, ভালবাসা তো এরকম ই
অকারনে কষ্ট পেলেও
কাছাকাছি জড়িয়ে থাকার সুখ
রাত্রি নামা মেঘলা সিঁদুরে
আলুথালু চুলে
সুখের ঝলসানো সোহাগ
সাধারণ আর অসাধারণ
উদোম হাওয়ায় ছিন্ন অন্তরমহল
দেহজ যৌনতায় আবার পেতে চাইবো তোমায়
তোমায় আমায় মিলে গল্প বানাবো
পাহাড়ী নরম নদী , শক্ত পাথর
আর
সিক্ত ঝরনার