Saturday, 13 December 2014



তুমি এসেছিলে 
একমুঠো নীলচে স্বপ্ন নিয়ে 
উদাসী অভিমান , অনেকক্ষণ চেয়ে থাকা 
দৃষ্টিহীন ব্যাধের অপলক একাগ্রতার মত 
তুমি এসেছিলে , নরম নদী হয়ে 
রিমঝিম সুখের পাড়ভাঙ্গা ঢেউ হয়ে
ছায়া নেই সে স্বপ্নশরীরে 
তুমি এসেছিলে 
মন কেমন করা অস্থিরতার জোয়ার হয়ে 
চোখে মুখে আগুনঝরা কৃষ্ণচূড়া নিয়ে 
বেশ করেছ 
এলোমেলো চুলের বাধন খুলে 
ঢলে পড়তে দাও উদাসী গালে 
তুমি এসেছিলে, আনমনা মাতাল বিকেলে
সোনা রোদের হাসি নিয়ে , 
নরম ছোয়ার আবেশ হয়ে 
শরীরের আড়ালে অন্যরকম আর একটা শরীর 
শীত শীত কুয়াশার চাদর এ মোড়া 
এভাবে দেখো না আমায় 
মাঝে মাঝে নিজের ই মনে হয় 
সর্বস্ম লুঠ করে নেওয়া ডাকাত 
ভালবাসার হাহাকারে আজন্ম ভিখারী 
এভাবে ছুয় না আমায় 
কেপে উঠবে নরম ঠোটের ভাঁজ ,উদ্বাস্তু বন্যতায় 
অন্যরকম প্রশ্রয়ে তুমি এসেছিলে 
এক অদ্ভুত দৃঢ়তা নিয়ে , একগুয়ে নদী র মত 
প্রেমিকা না , সাহসিনী  নারী হয়ে। 

©

Som Shuvra
 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.