Friday 31 October 2014

কখনো ঝরতে দেখেছো সাজানো স্বপ্ন 
একলা রাত্রির আঙিনায় ?
তারাখসা র মত নিমেষে হারাতে দেখেছ 
শর্তহীন আবেগ ?
ভালোবেসেছ কখনো এমনি করে 
চোখের কোনে তপ্ত জল আর উথালপাথাল অনুভবে ?
দিশাহীন সীমান্তের নরম মনে হাত রেখে দেখেছ কখনো 
চাওয়া পাওয়ার গন্ডির বাইরে, ভালোলাগার অনুশাসনে। 
সরল বিশ্বাস এ প্রাণ নিয়ে ছুটে বেড়িয়েছ 
কালো পাঁজর এর গোলাপী চূড়ায় ?
ভাবছো কেমন খেয়ালী প্রশ্ন !
তাহলে আবার ভালবাসবে কি ভাবে ?
স্বপ্ন দেখাটাও কি নিতান্তই ছেলেমানুষি 
হয়তোবা তাই 
শোন তবে, এবুকের গভীরে অযুত স্বপ্ন 
মৃতপ্রায় ,মলিন , ভীষণ একাকীত্বে ভুগছে তারা 
আমি তো অপেক্ষায় ছিলাম, কখন আসবে 
বানভাসি জোয়ার , ভাসিয়ে নিয়ে যাবে 
গভীর আশ্লেষে চরম প্রাপ্তির চূড়ায়। 

                                                                               ...........স্বপ্ন সোম




Thursday 30 October 2014






শিহরিত রাত্রির বিনিদ্র জোছনায় 

একা ঘুরপথে , তোমার খেয়ালী প্রেম 
অভিমানের ডিঙ্গায় বানভাসি 
অথচ দেখো তুমি আসবে বলেই 
আদরের ঘরে খুশির জোয়ার 
রাতজাগা জোনাকি ও  স্বপ্নহারা 
দূরত্বের মনখারাপ চুপিসারে তোমার আচলে 
ব্যথাগুলো ব্যথা নিয়ে  মেঘ হয়ে তোমার চোখে
বৃষ্টি হয়ে ঝরলে আমাদের  ভালবাসার নদীতে  
আমি ভাসাবো স্বপ্ন ডিঙ্গা , দুরন্ত উচ্ছাসে 
একবার ডেকে দেখো আমায় 
ভালবাসার অনটনে আজন্ম কাঙাল 
গভীর মৌনতায় খুজে পাবো তোমার গোপন ভালোবাসা। 
                                                                                   ...........স্বপ্ন সোম

 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.